গাজায় যুদ্ধবিরতি মানে ই কি মুসলিমরা চিরতরে জালিমের হাত থেকে মুক্ত হয়েছে ? না কখনোই না।


 গাজায় যুদ্ধবিরতি মানে ই কি মুসলিমরা চিরতরে জালিমের হাত থেকে  মুক্ত হয়েছে ? না কখনোই না।

জানা উচিত ফিলিস্তিনে যেভাবে নারী শিশু নির্মমভাবে গণহত্যা করা হয়েছে, সে ভাবে সুদানের নারী ও শিশুকে গণ হত্যা করা হচ্ছে,আমরা মনে করছি গাজায় যুদ্ধ বিরোধী মানেই চিরতরে জালিমের হাত থেকে মুসলিম দেশগুলো মুক্ত হয়ে গিয়েছে, না কখনোই না। আমরা সকলেই গাজায় যুদ্ধবিয়তির পর থেকেই কেমন যেন উদাসীন হয়ে পড়েছি।সুদানের মুসলমানদের উপর জালিমের জুলুম, কেন যেন আমরা এটা কে কিছুই মনে করছি না।তাই আসুন আমরা সকলেই সুদানের নির্যাতিত মুসলিম ভাই বোনদের নির্যাতিত ও গন হত্যার ভিডিও ফুটেজ গুলো সোশ্যাল মিডিয়াগুলোতে ছড়িয়ে দিই,যেন আপনার এই একটি শেয়ারের মাধ্যমেই যেন  মুসলমানদের উপর কাফেরদের গণহত্যাকে বন্ধ করতে সহযোগী হয়,ইনশাল্লাহ মিলে গাজার মুসলমানদের ন্যায় সুদানের মুসলমানদের উপর আল্লাহর শান্তি।তাই আসুন সুদানের মুসলমান ভাই বোনদের পাশে দাঁড়ায় ও সাহায্যের হাত বাড়িয়ে দেয়।













Post a Comment

0 Comments